Rose Good Luck সেই অষ্টাদশী Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ২৭ অক্টোবর, ২০১৪, ০৮:২৫:২৫ সকাল



Rose ভালোলাগা গুলো সব যেন

গাছের পাতায় পাতায় ছুঁয়ে আছে।

মগডাল থেকে শেকড়ের সূচ-বিন্দুতে

ইচ্ছেগুলোর ইচ্ছেমত যাওয়া আসায়

হৃদয়ে জাগে ইলেক্ট্রিক ব্লু বেদনা।

.

সসীমের মাঝে অসীমের বসবাস

ক্ষুদ্র বীজ হয়ে যায় ক্রোশ বিস্তৃত বটবৃক্ষে!

তেমনি হৃদয়ের চাওয়াপাওয়া গুলোও

একের পর এক সীমানাকে বাড়িয়েই চলে।

দেখে দেখে ক্লান্ত এ হৃদয়

ইর্ষণীয় নির্লীপ্ততায় ডুবে থাকে।

.

নস্টালজিক অতীত

কষ্টকর বর্তমানকে ডিঙিয়ে

অনিশ্চিত ভবিষ্যৎ দেখে

ছানিপড়া দৃষ্টি নিয়ে।

.

সাদা-কালো ফ্রেমে কিছু জীবন্ত রঙিন ছবি

বুকের গভীর থেকে বের হওয়া

মায়াবী দীর্ঘশ্বাসে মিশে গিয়ে,

সোনালী সময়ের প্রতিনিধি হয়ে উঠতে চায়।

.

কবে কোন তন্দ্রালু মুহুর্তকে ঘিরে

তোমার আমার নেত্র চতুষ্ঠয়ের মিলনমেলায়,

দুরুদুরু বুকে জেগেছিল অপার বেদনা!

ক্ষণিকের প্রগলভতায় হয়ে ছিলেম

নেই হবার অনুভূতিতে বিলীন!

.

সাময়িক বিচ্ছেদে ক্ষয় হওয়া

হৃদয়ের কার্ণিশে, নিখাদ ভালোবাসারা

ঝুলেছিল থোকায় থোকায়!

.

মনে পড়ে সেই অষ্টাদশীকে!

যে হাজারো ভিড়ের ভিতরে থেকেও

সহস্র সুর্যের রশ্মিতে অন্ধ করে দিয়ে,

এ হৃদয়ে আলো জ্বেলে ছিল!

.

মনে পড়ে সেই প্রথম স্পর্শ!

মরণের উপত্যকায় জীবনের স্বাদ লভে ছিলেম!

এরপর বার বার মরে যাওয়া...

আর ডুবন্ত মানুষের অনুভূতিতে

খড় কুটোর মতো ওর উদ্দীপ্ত যৌবনকে আঁকড়ে

জীবনের স্রোতে ভেসে ভেসে যাওয়া।

.

অতঃপর বিচ্ছেদের সোনার শিকলের

দৃঢ় ধাতব আলিঙ্গনে নিষ্পেষিত হতে হতে,

বর্ণহীন নির্জীবতাকে পায়ে দলিয়ে

জীবন বৃক্ষের প্রান্তসীমায় ফিরে আসা!

.

এরই মাঝে

রাত নেমেছে... নতুন সুর্য উঠেছে... তবুও

পথের শেষ আর হয় না।

একই পথে বার বার ফিরে আসি আমি!

.

জীবনের গোলকধাঁধায় ঘুরে ঘুরে

আশার শেষ বিন্দুটাও নিঃশেষ প্রায়।

এতোটা ডিস্টার্বড হয়েও কি বেঁচে থাকা যায়?

.

তবুও আমি বেঁচে থাকি...

হাজার বছর ধরে পথ হাঁটি...

সেই অষ্টাদশীর খোঁজে!

যে বেলা শেষে নির্জন কোনো এক পল্লীর

রাস্তার শেষ মাথায় অপেক্ষমান

কেবলি আমার জন্য!! Rose Good Luck

বিষয়: সাহিত্য

১০১৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278553
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৪
ভোলার পোলা লিখেছেন : তবুও আমি বেঁচে থাকি...
হাজার বছর ধরে পথ হাঁটি...
সেই অষ্টাদশীর খোঁজে!
যে বেলা শেষে নির্জন কোনো এক পল্লীর
রাস্তার শেষ মাথায় অপেক্ষমান
কেবলি আমার জন্য!!



আর ফেসবুকে অনলাইনে কম থাকেন মনে হয়
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৯
222336
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই।
আমি কাজের ফাঁকে ফাঁকে ফেসবুক সহ অন্যগুলোতে আসি। এই তিনমাস কাজের চাপ বেশী। ইনশা আল্লাহ জানুয়ারী থেকে চাপ কমে যাবে।
সাথে থাকার এবং প্রথম মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো।Good Luck Good Luck
278555
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৭
কাহাফ লিখেছেন :
মনে পড়ে সেই সপ্তাদশী কে!
যে হাজারো ভীড়ের ভেতরও থাকা-
এই আমি কেও করেছে একাকী!
যে,বর্ণময় সজীবতা কে পদ দলিত করে-
আমাকে পৌছে দিয়েছে রুক্ষময় এক ময়দানে!

২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫৫
222337
মামুন লিখেছেন : সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কাহাফ ভাই।Good Luck Good Luck
২৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৮
222424
মামুন লিখেছেন : আপনি প্রো-পিক পরিবর্তন করলেন কখন, কাহাফ ভাই?
২৮ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৭
222526
কাহাফ লিখেছেন :
আপনার পরামর্শ মতো জীবন কে একটু বর্ণময় করতে চাচ্ছি আর কী! প্রো-পিক দিয়েই আরম্ভ করলাম শ্রদ্ধেয় মামুন ভাই।Good Luck
278599
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৬
মোস্তফা সোহলে লিখেছেন : কবিতি পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।আপনার সাবলীল কবিতা পড়ে আমি মুগদ্ধ।আমার প্রিয় তালিকায় আপনিই কিন্তু প্রথম। আমিও কবিতা লিখি টুকটাক । বন্ধুরা আমার কবিতাকে গবিতা বলে। আমার গবিতা পড়ার আমন্ত্রন রইল।
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৭
222395
মামুন লিখেছেন : প্রতিটি মুক্ত শব্দই এক একটি কবিতা।
আপনার বন্ধুরা ভুল বলেন।
আপনি লিখুন, আমি এবং অন্য ব্লগাররা অবশ্যই পড়বেন। এক একজন ব্লগার এক একজন বোদ্ধা পাঠকও বটে। তাই শুধু নিজে লিখলেই হবে না, অন্যদের লিখা গুলোও পড়তে হবে। ব্লগার হলেন লিখক ও পাঠকের সমন্বয়।
আপনার ভালোলাগার অনুভূতি আমাকে অনেক আনন্দ দিয়েছে।
শুভকামনা রইলো কবি আপনার প্রতি।Good Luck Good Luck
278612
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০২
মাহফুজ আহমেদ লিখেছেন : ভালো লাগলো ভাই।ধন্যবাদ
২৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৯
222425
মামুন লিখেছেন : ভালোলাগার অনুভূতি রেখে গেলেন, আপনাকেও অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
278671
২৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তবুও আমি বেঁচে থাকি...
হাজার বছর ধরে পথ হাঁটি...
সেই অষ্টাদশীর খোঁজে! Sad Sad Broken Heart Broken Heart

অসাধারণ অসাধারণ Thumbs Up Thumbs Up
২৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৯
222428
মামুন লিখেছেন : আসাধারণ অনুভূতি রেখে যাবার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।Good Luck Good Luck
278729
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাল লেগেছেরে মামুন ভাই!
লিখে যান।
279236
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : নস্টালজিক অতীত

কষ্টকর বর্তমানকে ডিঙিয়ে

অনিশ্চিত ভবিষ্যৎ দেখে

*************************
অসম্ভব সুন্দর একটি ভাবুক কবিতা অনেক ভালো লাগলো... Rose
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৬
222991
মামুন লিখেছেন : ধন্যবাদ।
বেশ অনেক দিন পরে আপনি আআম্র ব্লগে এলেন।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা রইলো।Good Luck Good Luck
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৩
223152
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মামুন ভাই আমার দীর্ঘ্য এপসেন্স মনে করবেন আমি দেশের বাহিরে...যতখন ঘরে থাকি ব্লগ ফেসবুকে সময় দেই...সবাইকে কমেন্ট করতে পারিনা...কিন্তু অনেকের লেকাই পড়ি...ভালো থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File