সেই অষ্টাদশী
লিখেছেন লিখেছেন মামুন ২৭ অক্টোবর, ২০১৪, ০৮:২৫:২৫ সকাল
ভালোলাগা গুলো সব যেন
গাছের পাতায় পাতায় ছুঁয়ে আছে।
মগডাল থেকে শেকড়ের সূচ-বিন্দুতে
ইচ্ছেগুলোর ইচ্ছেমত যাওয়া আসায়
হৃদয়ে জাগে ইলেক্ট্রিক ব্লু বেদনা।
.
সসীমের মাঝে অসীমের বসবাস
ক্ষুদ্র বীজ হয়ে যায় ক্রোশ বিস্তৃত বটবৃক্ষে!
তেমনি হৃদয়ের চাওয়াপাওয়া গুলোও
একের পর এক সীমানাকে বাড়িয়েই চলে।
দেখে দেখে ক্লান্ত এ হৃদয়
ইর্ষণীয় নির্লীপ্ততায় ডুবে থাকে।
.
নস্টালজিক অতীত
কষ্টকর বর্তমানকে ডিঙিয়ে
অনিশ্চিত ভবিষ্যৎ দেখে
ছানিপড়া দৃষ্টি নিয়ে।
.
সাদা-কালো ফ্রেমে কিছু জীবন্ত রঙিন ছবি
বুকের গভীর থেকে বের হওয়া
মায়াবী দীর্ঘশ্বাসে মিশে গিয়ে,
সোনালী সময়ের প্রতিনিধি হয়ে উঠতে চায়।
.
কবে কোন তন্দ্রালু মুহুর্তকে ঘিরে
তোমার আমার নেত্র চতুষ্ঠয়ের মিলনমেলায়,
দুরুদুরু বুকে জেগেছিল অপার বেদনা!
ক্ষণিকের প্রগলভতায় হয়ে ছিলেম
নেই হবার অনুভূতিতে বিলীন!
.
সাময়িক বিচ্ছেদে ক্ষয় হওয়া
হৃদয়ের কার্ণিশে, নিখাদ ভালোবাসারা
ঝুলেছিল থোকায় থোকায়!
.
মনে পড়ে সেই অষ্টাদশীকে!
যে হাজারো ভিড়ের ভিতরে থেকেও
সহস্র সুর্যের রশ্মিতে অন্ধ করে দিয়ে,
এ হৃদয়ে আলো জ্বেলে ছিল!
.
মনে পড়ে সেই প্রথম স্পর্শ!
মরণের উপত্যকায় জীবনের স্বাদ লভে ছিলেম!
এরপর বার বার মরে যাওয়া...
আর ডুবন্ত মানুষের অনুভূতিতে
খড় কুটোর মতো ওর উদ্দীপ্ত যৌবনকে আঁকড়ে
জীবনের স্রোতে ভেসে ভেসে যাওয়া।
.
অতঃপর বিচ্ছেদের সোনার শিকলের
দৃঢ় ধাতব আলিঙ্গনে নিষ্পেষিত হতে হতে,
বর্ণহীন নির্জীবতাকে পায়ে দলিয়ে
জীবন বৃক্ষের প্রান্তসীমায় ফিরে আসা!
.
এরই মাঝে
রাত নেমেছে... নতুন সুর্য উঠেছে... তবুও
পথের শেষ আর হয় না।
একই পথে বার বার ফিরে আসি আমি!
.
জীবনের গোলকধাঁধায় ঘুরে ঘুরে
আশার শেষ বিন্দুটাও নিঃশেষ প্রায়।
এতোটা ডিস্টার্বড হয়েও কি বেঁচে থাকা যায়?
.
তবুও আমি বেঁচে থাকি...
হাজার বছর ধরে পথ হাঁটি...
সেই অষ্টাদশীর খোঁজে!
যে বেলা শেষে নির্জন কোনো এক পল্লীর
রাস্তার শেষ মাথায় অপেক্ষমান
কেবলি আমার জন্য!!
বিষয়: সাহিত্য
১০১৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাজার বছর ধরে পথ হাঁটি...
সেই অষ্টাদশীর খোঁজে!
যে বেলা শেষে নির্জন কোনো এক পল্লীর
রাস্তার শেষ মাথায় অপেক্ষমান
কেবলি আমার জন্য!!
আর ফেসবুকে অনলাইনে কম থাকেন মনে হয়
আমি কাজের ফাঁকে ফাঁকে ফেসবুক সহ অন্যগুলোতে আসি। এই তিনমাস কাজের চাপ বেশী। ইনশা আল্লাহ জানুয়ারী থেকে চাপ কমে যাবে।
সাথে থাকার এবং প্রথম মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো।
মনে পড়ে সেই সপ্তাদশী কে!
যে হাজারো ভীড়ের ভেতরও থাকা-
এই আমি কেও করেছে একাকী!
যে,বর্ণময় সজীবতা কে পদ দলিত করে-
আমাকে পৌছে দিয়েছে রুক্ষময় এক ময়দানে!
আপনার পরামর্শ মতো জীবন কে একটু বর্ণময় করতে চাচ্ছি আর কী! প্রো-পিক দিয়েই আরম্ভ করলাম শ্রদ্ধেয় মামুন ভাই।
আপনার বন্ধুরা ভুল বলেন।
আপনি লিখুন, আমি এবং অন্য ব্লগাররা অবশ্যই পড়বেন। এক একজন ব্লগার এক একজন বোদ্ধা পাঠকও বটে। তাই শুধু নিজে লিখলেই হবে না, অন্যদের লিখা গুলোও পড়তে হবে। ব্লগার হলেন লিখক ও পাঠকের সমন্বয়।
আপনার ভালোলাগার অনুভূতি আমাকে অনেক আনন্দ দিয়েছে।
শুভকামনা রইলো কবি আপনার প্রতি।
জাজাকাল্লাহু খাইর।
হাজার বছর ধরে পথ হাঁটি...
সেই অষ্টাদশীর খোঁজে!
অসাধারণ অসাধারণ
লিখে যান।
কষ্টকর বর্তমানকে ডিঙিয়ে
অনিশ্চিত ভবিষ্যৎ দেখে
*************************
অসম্ভব সুন্দর একটি ভাবুক কবিতা অনেক ভালো লাগলো...
বেশ অনেক দিন পরে আপনি আআম্র ব্লগে এলেন।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা রইলো।
মন্তব্য করতে লগইন করুন